পাখির ব্রিডিং কোর্স
প্রিয় পাখাল ভাইবোনেরা,

আকাশে যেহেতু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে,তাই আপাত দৃষ্টিতে বোঝাই যাচ্ছে যে অস্ট্রেলিয়ার অধীবাসীদের(বাজেরিগার, ককাটেল,ফিঞ্চ ইত্যাদি)প্রজননের উপযুক্ত সময়ও চলে এসেছে। যারা পাখিদের ব্রিডিং এর সাথে আগে থেকেই পরিচিত তারা তো অবগতই আছেনই,যে কিভাবে ব্রিডিং এর পূর্ববর্তী সময়ে এবং ব্রিডিং চলাকালীন সময়ে খাচার পাখির যত্ন নিতে হয়।
কিন্তু যারা নতুন,তারা অনেকেই এখনো এ বিষয়ে সন্দিহান যে, কিভাবে ব্রিডিং কোর্স সম্পন্ন করতে হবে
বা ব্রিডিং কোর্স করাতে কি কি সাপ্লিমেন্ট লাগবে



১)ভেট ব্রিডিং কোর্স।
২)হোমিও ব্রিডিং কোর্স।
আপনি যে কোর্সই করান না কেন,পাখিকে ব্রিডে দেওয়ার পূর্বে অবশ্যই পাখির প্রাপ্ত বয়স এবং শারীরিক সক্ষমতা বা সুস্থতা নিশ্চিত করতে হবে।

প্রথমেই কৃমির কোর্স করাতে হবে।

প্রথম ও দ্বিতীয় দিন লিভার টনিক।
(লিভাভিট/লিভাটোন)--১ লিটার পানিতে ১ মি.লি.।
৩য় দিন কৃমির ওষুধ।
(এভিনেক্স/এসিমেক)--১ লিটার পানিতে ১মি.লি./১গ্রাম
চতুর্থ ও পঞ্চম দিন লিভার টনিক।
(লিভাভিট/লিভাটোন)--১ লিটার পানিতে ১ মি.লি.।


(ইমোলাইট/লাইসোভিট)--১লিটার পানিতে ১মি.লি./১গ্রাম, তিন দিন দিতে হবে।


(হিপ্রাচক এমিনো/প্যানামিন/রেনা ws/অ্যামিনো ভিট ws)---১ লিটার পানিতে ১মি.লি./১ গ্রাম তিন দিন দিতে হবে।


(ইসেল/রেনাসেল-ই ১মি.লি.+জিসভেট/ও-জিংক ০.৫ মি.লি.)---প্রতি ১ লিটার পানিতে মিশিয়ে পাঁচ দিন দিতে হবে।


খাচার পাখিকে খাচায় ক্যাটেলফিস বোন,মিনারেল ব্লক,ক্যালসিয়াম ব্লক,শাকসবজি দেওয়ার পরেও তাদের ক্যালসিয়ামের ঘাটতি অনেক ক্ষেত্রেই থেকে যায়।তাই পাখিকে ব্রিডে দেওয়ার পূর্বে ক্যালসিয়াম কোর্স করানো গুরুত্বপূর্ণ।





কোন ওষুধই ৬ ঘন্টার বেশি সময় খাচায় রাখা যাবে না।
-------------- ------ ------
------ ------------ ------


হোমিও ব্রিডিং কোর্সে যা যা হোমিও ওষুধ লাগবে সেগুলা অবশ্যই অরিজিনাল জার্মান, আমেরিকান বা সুইজারল্যান্ডের হতে হবে।
কৃমি কোর্সঃ
(সিনা২০০) প্রতি ১০০ মি.লি. পানিতে ৩ ফোটা তিন দিন।
নিম্নের ওষুধ গুলো সিরিয়ালি দিয়ে যেতে হবে।





প্রতিটা ওষুধই সকালে খালি পেটে পাখিকে দেওয়ার চেষ্টা করবেন।সকালে খাচায় দিবেন,রাতে ওষুধ মিশ্রিত পানি ফেলে দিবেন।
ধন্যবাদ।
ভালো থাকুক সবার পাখি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন