হিটস্ট্রোক কী? গ্রীষ্মে আবহাওয়া উষ্ণায়নের জন্য পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায় , এই তাপমাত্রা বৃদ্ধির জন্য পাখালরা যে বিপদের সম্মুখীন হন তার নাম হিটস্ট্রোক। হিটস্ট্রোক সমস্ত উষ্ণ রক্তের প্রাণিদের একটি সাধারণ সমস্যা। সাধারণত যখন পাখি গুলি দীর্ঘ সময়ের জন্য উচ্চতাপমাত্রার সংস্পর্শে আসে এবং অনেক সময় সরাসরি সূর্যের প্রখর তাপের মধ্যে থাকে , তখনই এই সমস্যা হয়।এই হিটস্ট্রোক পাখির জন্য খুবই বিপজ্জনক পরিস্থিতি এবং পাখির জন্য আসলেই খুবই ভয়ানক একটি সমস্যা। হিটস্ট্রোক কেন হয় ? হিটস্ট্রোক কেন হয় তার কিছু কারণ নিচে দেওয়া হলোঃ ১ ) পাখির শরীরে অন্যান্য উষ্ণ রক্তের প্রাণীর মতো ঘামগ্রন্থি থাকে না , যার ফলে পাখি শরীরের অপ্রয়োজনীয় তাপ সহজে শরীর থেকে বের করতে পারে না।পাখি শ্বাস - প্রশ্বাসের মাধ্যমে দেহ থেকে অপ্রয়োজনীয় তাপ বাইরে বের করে দেয়।এছা...
পোস্টগুলি
জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
পাখির জন্য এগফুড
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
< <পাখির জন্য এগফুড> > তৈরি করার পদ্ধতি এবং এগফুডের উপকারীতা এগফুড কি? এগফুড হলো বিভিন্ন দেশীয় শস্য ,শাকসবজি,ডিম,প্রয়োজনীয় ভিটামিন,প্রোটিন,মিনারেল, এমাইনো এসিডের সমন্বয়ে তৈরিকৃত একটি নরম মিশ্রণ বা খাদ্য। এগফুড দুই ধরণেরঃ ১) কমার্শিয়াল এগফুড। ২) হোমমেইড এগফুড। পাখির জন্য এগফুডের প্রয়োজনীয়তা এবং উপকারীতা কি? এগফুড পাখির তিনটি বিষয়ের উপর বিশেষ অবদান রাখেঃ ১) ব্রিডিং। ২) মোল্টিং। ৩) স্ট্রেচ। একটা পাখি যখন ব্রিডিং বা মোল্টিং এ থাকে,তখন পাখিটির প্রচুর পরিমাণে অতিরিক্ত প্রোটিন, মিনারেল এবং এমাইনো এসিডের প্রয়োজন হয়।নিয়মিত পাখিকে এগফুড প্রদান করলে এগফুড পাখিকে সেই প্রয়োজনীয় প্রোটিন,মিনারেল এবং এমাইনো এসিডের যোগান দেয়। এগফুডের উপকারীতাঃ এগফুডে ভিটামিন এ এবং ভিটামিন ই থাকে।যা পাখির ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করে এবং পাখির পালক সুন্দর ও মসৃন করে।এছাড়াও এগফুডে উপস্থিত ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পাখির পেশি গঠন ও হাড় শক্ত করে এবং ডিম উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত এগফুড প্রতি সপ্তাহে ৩ দিন দিতে হবে এবং হাঁড়িতে বাচ্চা থাকলে সপ্তাহে ৪ দিন এগফুড দিতে হব...