
পাখির ব্রিডিং কোর্স প্রিয় পাখাল ভাইবোনেরা, আকাশে যেহেতু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে,তাই আপাত দৃষ্টিতে বোঝাই যাচ্ছে যে অস্ট্রেলিয়ার অধীবাসীদের(বাজেরিগার, ককাটেল,ফিঞ্চ ইত্যাদি)প্রজননের উপযুক্ত সময়ও চলে এসেছে। যারা পাখিদের ব্রিডিং এর সাথে আগে থেকেই পরিচিত তারা তো অবগতই আছেনই,যে কিভাবে ব্রিডিং এর পূর্ববর্তী সময়ে এবং ব্রিডিং চলাকালীন সময়ে খাচার পাখির যত্ন নিতে হয়। কিন্তু যারা নতুন,তারা অনেকেই এখনো এ বিষয়ে সন্দিহান যে, কিভাবে ব্রিডিং কোর্স সম্পন্ন করতে হবে বা ব্রিডিং কোর্স করাতে কি কি সাপ্লিমেন্ট লাগবে আমাদের দেশে আমরা মূলত দুইভাবে ব্রিডিং কোর্স করিয়ে থাকি। ১)ভেট ব্রিডিং কোর্স। ২)হোমিও ব্রিডিং কোর্স। আপনি যে কোর্সই করান না কেন,পাখিকে ব্রিডে দেওয়ার পূর্বে অবশ্যই পাখির প্রাপ্ত বয়স এবং শারীরিক সক্ষমতা বা সুস্থতা নিশ্চিত করতে হবে। ভেট ব্রিডিং কোর্সঃ প্রথমেই কৃমির কোর্স করাতে হবে। কৃমির কোর্সঃ প্রথম ও দ্বিতীয় দিন লিভার টনিক। (লি...